‘আমাকে তারেক জিয়ার মতো বানাতে চাইবেন না’

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথমদিন দুপুরের পর সজীব ওয়াজেদ জয়কে জোর করে মঞ্চে তোলা হয়েছিল। তাকে বক্তৃতা করতে এবং কেন্দ্রীয় কমিটিতে থাকতে বলা হয়েছিল কিন্তু তিনি রাজি হননি। বরং তিনি বোঝাতে চেয়েছেন যে, ‘আমাকে আপনারা তারেক জিয়ার মতো বানাতে চাইবেন না।’ জয়ের সেদিনের এ মন্তব্য উদ্ধৃত করে এ কথাগুলো বলেছেন আ. লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৫ অক্টোবর) ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর প্রথম বৈঠক শেষে জয় সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘সম্মেলনের প্রথম দিন দুপুরের পর জয়কে মঞ্চে তোলা হয়েছিল। আমরাই তাকে বক্তৃতা করতে বলেছি। জয় রাজি হননি। আমরা তাকে কেন্দ্রীয় কমিটিতে থাকতে বলেছিলাম, সে বলেছে আমি কিভাবে বিদেশে থেকে কমিটিতে থাকবো। জয় আমাদের বোঝাতে চেয়েছেন ‘আমাকে আপনারা তারেক জিয়ার মতো বানাতে চাইবেন না।’ নেতৃত্বে আসার ব্যাপারে তার আগ্রহ, সম্মতির বিষয় আছে নেতৃত্ব চাপিয়ে দেওয়া যায় না।’’

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা বলে উল্লেখ করেছেন দলটির নতুন সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাকে নিয়ে আমাদের কাছে-দূরে অনেক স্বপ্ন আছে। তাকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না। তাছাড়া শেখ হাসিনা আছেন তিনিও বিষয়টি দেখবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘জয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুযোগ্য সন্তান। তাকে ঘিরে আমাদের স্বপ্ন ও আশা আছে। তিনি আমাদের ফিউচার (ভবিষ্যৎ) লিডার।’



মন্তব্য চালু নেই