বেরোবিতে প্রতি আসনে লড়ছে ৫১ জন
এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান), বিএসসি এবং বিবিএ ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে ২৫ অক্টোবর। এবারের ভর্তি পরীক্ষায় ৬ টি অনুষদভুক্ত ২১ টি ইউনিটে ১২ শত আসনের বিপরীতে আবেদন করেছে ৬১ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে গড়ে লড়ছে প্রায় ৫১ জন শিক্ষার্থী। সর্বোচ্চ ফরম জমা পড়েছে বি ইউনিটে, ১৫ হাজার ৯৪৫ টি এবং সর্বনিম্ন আবেদন জমা পড়েছে এফ ইউনিটে, ৫ হাজার ৫৫০ টি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানা যায় , এ ইউনিটে ১৯৫ জনের বিপরীতে রেজিস্ট্রেশন ফরম তুলেছে ১৩ হাজার ২৯৬ জন, যেখানে প্রতি আসনে লড়বে ৬৮ জন। বি ইউনিটে ৩৪৫ টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে ১৫ হাজার ৯৪৫ জন, প্রতি আসনে লড়বে ৪৬ । সি ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৯৩ জন, প্রতি আসনে লড়বে ৩৮ জন(প্রায়) । ডি ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশন করেছে মোট ১০ হাজার ৪১৮ জন, যেখানে প্রতি আসনে লড়বে ৪৩। ই ইউনিটে ৮০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ২৭৫ জন, এখানে প্রতি আসনে লড়বে ৯২ জন()প্রায়) এবং এফ ইউনিটে আবেদন করেছে মোট ৫ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী,যেখানে প্রতি আসনে লড়বে ৫৫ জন।
আগামী ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গত ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছিলো।
মন্তব্য চালু নেই