রণবীরকে ছাড়াই ভাল আছেন ক্যাটরিনা

‘‌বার বার দেখো’‌ তেমন সাফল্য পায়নি, তবু ভালই আছেন ক্যাটরিনা কাইফ। অনেকদিন আগেই রণবীরের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। মাঝে সালমান খানের সঙ্গে নাম জড়িয়ে বিতর্ক তৈরির চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত সে সব কিছুই প্রভাব ফেলেনি ক্যাটরিনার জীবনে।

ইদানিং নাকি তিনি বলছেন, একাই ভাল আছেন। তার প্রমাণও পাওয়া গেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। যেখানে দেখা যাচ্ছে, নিজেই নিজেকে জড়িয়ে ধরে আছেন তিনি। হাসি হাসি মুখ। তারপরেই এই ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছে ক্যাটরিনাকে।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এখন পৃথিবীতে নিজেকেই সবচেয়ে বেশি ভালবাসছেন তিনি। তাই নিজেকে জড়িয়েই ছবি দিলেন ইনস্টাগ্রামে। আর রণবীর তো অতীত। এখন রণবীরকে ছেড়েই ভাল আছেন তিনি।-আজকাল



মন্তব্য চালু নেই