‘শেখ হাসিনা না থাকলেও আ.লীগ মরবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, পৃথিবীর কোনো শক্তি এই দলকে নিঃশ্বেষ করতে পারবে না। তিনি বলেন, শেখ হাসিনা যতদিন আছেন, ‘জননেত্রী যতদিন আছেন তিনিই নেতৃত্ব দেবেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা যদি না থাকেন, আওয়ামী লীগ কিন্তু মরবে না।’

দলের ২০ তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন প্রকাশের সময় দেয়া বক্তব্যে এ কথা বলেন সৈয়দ আশরাফ। তবে এই প্রতিবেদন তিনি পড়েননি। বলেন, বই আকারে এই প্রতিবেদন প্রকাশ হয়েছে। এটা পড়তে অনেক সময় লাগবে, সবাই যেন তা পড়ে নেন।

এই সম্মেলনকে ঐতিহাসিক অভিহিত করে এখানে যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান সৈয়দ আশরাফ। দলের এই সম্মেলনে আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচিত হবে। এই সম্মেলনে চমক থাকছে- সম্মেলনের আগের দিন এটা বলেছেন স্বয়ং সৈয়দ আশরাফ। বলেছেন এই চমক নিয়ে কেবল শেখ হাসিনা এবং তিনি জানেন। তবে সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে এ বিষয়ে কিছু বলেননি তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ অজেয় রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগের মত দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এত আত্মত্যাগ কেউ করেনি।’

আশরাফ বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সৈয়দ নজরুলকে হত্যা করেছে, তাজউদ্দিনকে হত্যা করেছে, মনসুর আলীকে হত্যা করেছে , হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে, তারপরও কিন্তু আওয়ামী লীগকে নিঃশ্বেষ করতে পারেনি এবং কোনোদিন পারবে না, কোনো দিনই পারবে না।’



মন্তব্য চালু নেই