আশরাফের সঙ্গে নৈশভোজে বিদেশি অতিথিরা
আওয়ামী লীগের সম্মেলনে আসা বিদেশি অতিথিদের সঙ্গে নৈশভোজে মিলিত হয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রাজধানীর সোনারগাঁও হোটেলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই নৈশভোজ শুরু হয়। সম্মেলন অভ্যর্থনা উপ-কমিটি এর আয়োজন করেছে।
আগত বিদেশি অতিথিদের সম্মানার্থে প্রতি টিমে একজন করে সংসদ সদস্য রয়েছেন। তারাও এই নৈশভোজে উপস্থিত রয়েছে বলে জানিয়েছেন সম্মেলন অভ্যর্থনা উপ-কমিটির সদস্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান।
রাত পোহালেই আওয়ামী লীগের ২০তম সম্মেলন। এই সম্মেলনে ১২টি দেশের ৫৫ জন প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার সদস্যদের অংশ নেওয়ার কথা জানিয়েছেন সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি।
রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, অস্ট্রিয়া, নেপাল, ভুটান ও শ্রীলংকার প্রতিনিধিরা আওয়ামী লীগের ২০তম সম্মেলনে অংশ নেবেন।
মন্তব্য চালু নেই