ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে আটক ১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে শাস্তি দেয়া হবে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা হলেন- ইডেন মহিলা কলেজ কেন্দ্র থেকে ইমরান খান সুজন ও সাবিয়া ইসলাম নওরীন, আইবিএ কেন্দ্র থেকে আল ইমরান, সিদ্ধেশরী গার্লস কলেজ থেকে আকাশ খন্দকার, নিউ মডেল কলেজ থেকে জাহিদ হাসান, আইডিয়াল কলেজ থেকে তারিক চৌধুরী, ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে অবণী রায়, বদরুন্নেছা মহিলা কলেজ কেন্দ্র থেকে মাহমদুল হাসান তারেক, মতিঝিল আইডিয়াল কেন্দ্র থেকে সাদমান ইয়াছির, বাওয়ালি কলেজ থেকে আল-আমিন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে ইসতিয়াক আহমেদ ও জুলকার নাইন নির্ঝর, মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সঞ্চিতা রানী।
শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে ১১টা পর্যন্ত। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই