জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহঙ্কার জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পাতিবার রাত ৯টায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বইটির মোড়ক উম্মোচন করেন। বইটির এক বাণীতে খালেদা জিয়া বলেন, ‘স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নাম মুছে ফেলা হয়েছে। এরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত। একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা সমন্বিত এ স্মরণিকাটি মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপিত হবে বলে আমি বিশ্বাস করি।’ এছাড়াও স্মরণিকাটিতে লিখেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মোবিন চৌধুরী, সাদেক খান, মহিউদ্দিন আহমেদ, আবুল হোসেন প্রমুখ। সৈয়দ নাজমুল আহসানের সম্পাদনায় স্মরণিকাটি প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা দল। মতবিনিয়ম সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম, মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা শাহ আবু জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে শফীউজ্জামান খোকন, সাদেক আহমেদ খান, সৈয়দ হারুনুর রশীদ, মিজানুর রহমান খান বীর প্রতীক, মোস্তফা শাহাবুদ্দীন রেজা, আবুল হোসেন, মহীউদ্দিন আহমেদ শাজাহানসহ ৬০ জন মুক্তিযোদ্ধা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই