মাগুরায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে পৌরসভা সম্মেলন কক্ষে মাগুরা সদরের প্রাথমিক ও কেজি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়েছে ।

সভায় মাগুরা পৌরসভার ১ ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম পলাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজী রেজাউল ইসলাম,সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আজমেরী খাতুন প্রমুখ ।

সভায় জানানো হয় , আগামী ২২-২৭ অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন হবে । এ কর্মসূচীতে মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১২২ টি প্রাথমিক ও কেজি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার ২ শত ১৮ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।

সভায় মাগুরা পৌরসভার বিভিন্ন প্রাথমিক ও কেজি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন ।



মন্তব্য চালু নেই