পত্নীতলায় শেখ রাসেলের ৫২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ রাসেলের ৫২তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১২টায় নজিপুর ইউনিয়নের নাদৌড় শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক সৈয়দ মিজানুর রহমান বকুলের আয়োজনে এবং ইউনিয়ন আ.লীগের প্রবীণ নেতা মোসলেম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নজিপুর পৌরসভার মেয়র মো: রেজাউল কবির চৌধুরী (বাবু)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সভাপতি অনুকূল চন্দ্র, নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ন কবির টিটু, পত্নীতলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন ও আহাদ আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণি রাণী, শিক্ষিকা রোকসানা খাতুন, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক স্মৃতি রাণী মহন্ত, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই