ফরজ গোসলের সময় নারীদের চুলের বেণী খুলতে হবে কিনা?
যদি কোনো নারী তার বেণী না খুলে মাথায় পানি ঢেলে দেয় এবং তার সে পানি চুলের গোড়ায় পৌঁছে যায়, তবে তার গোসল হয়ে যাবে।ইমাম তিরমিজি [রহ.] বলেন, হাদিসটি সহিহ। হানাফি মাজহাবের আলেমগণের মতে, এই হাদিস অনুসারে আমল করা যাবে।
তারা বলেন, যদি কোনো নারী তার বেণী না খুলে মাথায় পানি ঢেলে দেয় এবং তার সে পানি চুলের গোড়ায় পৌঁছে যায়, তবে তার গোসল হয়ে যাবে। ইবনে আবু ওমর [রহ.] হজরত উম্মে সালামা থেকে বর্ণনা করেছেন।
তিনি বলেন, আমি রাসুলকে [সা.] একদিন জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল, আমি আমার চুলের বেণী তো খুব শক্ত করে বাঁধি। ফরজ গোসলের সময় বেণী কি খুলে ফেলতে হবে?
রাসুল [সা.] বললেন, না। তোমার জন্যে এতটুকুই যথেষ্ট হবে যে, মাথায় তিনি আঁজলা পানি ঢেলে দেবে। তারপর সারা শরীরে পানি প্রবাহিত করবে। ব্যস, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে। [তিরমিজি, হাদিস-১০৫]
ইমাম তিরমিজি [রহ.] বলেন, হাদিসটি সহিহ। হানাফি মাজহাবের আলেমগণের মতে, এই হাদিস অনুসারে আমল করা যাবে ।তারা বলেন, যদি কোনো নারী তার বেণী না খুলে মাথায় পানি ঢেলে দেয় এবং তার সে পানি চুলের গোড়ায় পৌঁছে যায়, তবে তার গোসল হয়ে যাবে।
মন্তব্য চালু নেই