সঠিক সিদ্ধান্ত গ্রহণে ২৪ করণীয় বিষয় জেনে রাখুন
সিদ্ধান্ত নিতে আমরা অনেকেই ঝামেলায় পড়ি। এ লেখায় থাকছে ঝামেলা এড়িয়ে সিদ্ধান্ত নিতে কয়েকটি টিপস। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. বেস্ট অপশন অনুসন্ধান
দোকানো কোনো জিনিস কিনতে গিয়ে ‘বেস্ট অপশন’ অনুসন্ধান করা বাদ দিন। এটি মূলত বিক্রেতারা বেশি অর্থের জন্যই তৈরি করে। এক্ষেত্রে নিজের পছন্দনীয় বিষয়টিকেই আগে গুরুত্ব দিন।
২. অন্যদের কম গুরুত্ব দিন
আপনার কোনো একটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হলে নিজের মতামতই সবার আগে রাখুন। এক্ষেত্রে অন্য কারো সিদ্ধান্ত কিংবা বিবেচনা পরে চিন্তা করুন।
৩. ভালো ঘুমের গুরুত্ব
ভালোভাবে ঘুম সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ঘুমিয়ে নিন।
৪. নিজের যা প্রয়োজন তাই দেখুন
ধরুন আপনার পছন্দনীয় কোনো একটি জিনিস কিনতে দোকানে গিয়েছেন। এক্ষেত্রে বিক্রেতা আপনাকে অন্য যে জিনিসই দেখাক না কেন, আপনি লক্ষ্যচুত হবেন না। এক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা সবার আগে।
৫. অন্যদের তুলনায় নিজের গুরুত্ব আগে
সিদ্ধান্ত যেহেতু আপনি নিচ্ছেন তাই অন্যদের তুলনায় নিজের মনোভাবই সবার আগে বিবেচনা করুন।
৬. অতিরিক্ত তথ্য নয়
অতিরিক্ত তথ্য অনেক সময় কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে অথর্ব করে দিতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী তথ্য নিন এবং বাড়তি তথ্য বাদ দিন।
৭. নিজেকে প্রণোদনা দিন
কোনো একটি কঠিন সিদ্ধান্ত নিতে হলে নিজের সুবিধার কথাও খেয়াল রাখুন। ভালো একটি খাবার কিংবা অনুরূপ বিষয় নিজের মস্তিষ্ককে উদ্দীপ্ত করতে ব্যবহার করুন।
৮. ভিন্ন ফলাফল বিবেচনা করুন
কোনো একটি কাজের ফলে আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল তা নাও আসতে পারে। এক্ষেত্রে ভিন্ন কোনো ফলাফল হতে পারে, তাও বিবেচনা করুন।
৯. নাস্তা খান
ক্ষুধার্ত অবস্থায় মানুষের চিন্তাশক্তি সীমিত হয়ে পড়ে। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু নাস্তা খেয়ে নিন।
১০. ভয়কে জয় করুন
ভয় অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে নির্ভুল সিদ্ধান্ত নিতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
১১. সঠিক মূল্য দিন
কোনো বিষয়ের মূল্যকে বেশি বা কম করে বিবেচনা করবেন না। এক্ষেত্রে সঠিক মূল্য বিবেচনা করুন।
১২. মেডিটেশন
মেডিটেশনের সহায়তায় সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এজন্য অনুশীলন করতে হবে।
১৩. পূর্বধারণা বাদ দিন
কোনো একটি বিষয় সম্পর্কে আগে থেকে ধারণা করে রাখা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্বধারণা ভুল সিদ্ধান্ত তৈরি করতে পারে। তাই সঠিক পূর্বধারণা মেনে চলুন।
১৪. সর্বশেষ তথ্য মানে সর্বশ্রেষ্ঠ নয়
কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বশেষ তথ্য মানে সর্বশ্রেষ্ঠ নয়। আগের তথ্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
১৫. ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন
শুধু আপনার নিজের মতামতই নয়, অন্যদের মতামতও বিবেচনা করুন।
১৬. চোখ বন্ধ করুন
কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ চোখ বন্ধ করুন। এরপর বিষয়টি ঠাণ্ডা মাথায় চিন্তা করে নিন।
১৭. বিদেশি ভাষায় বিবেচনা করুন
আপনার সিদ্ধান্তের কয়েকটি অপশন বিদেশি কোনো ভাষায় বিবেচনা করুন। এতে নতুন কোনো দিগন্তের সন্ধান পাওয়া যেতে পারে।
১৮. বর্তমান অনুভূতি চিরস্থায়ী নয়
আপনার বর্তমানে যে অনুভূতি রয়েছে তা সব সময়েই থাকবে এমন কোনো কথা নেই। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে।
১৯. শরীরের ভাষা শুনুন
শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাই আপনার শরীর কি বলে, সে বিষয়টিও লক্ষ্য রাখুন।
২০. অন্ধভাবে অন্যকে বিশ্বাস নয়
অন্যরা আপনাকে যে তথ্যই দিক না কেন, সিদ্ধান্ত নেওয়ার আগে তার কোনোটিই অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। এক্ষেত্রে নিজের বিবেচনাকেও গুরুত্ব দিতে হবে।
২১. বেস্ট চয়েস সবসময় ভালো নাও হতে পারে
অনেকেই বেস্ট চয়েস হিসেবে আপনার সামনে উপস্থাপন করতে পারে এমন কোনো বিষয় যা আদতে ভালো সিদ্ধান্ত নয়।
২২. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগে রাখুন
আপনার সামনে যেসব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে তার একটি তালিকা করুন। এরপর যে সিদ্ধান্তটি সবচেয়ে ভালো বলে মনে হয়, তাকে তালিকার ওপরের দিকে রাখুন।
২৩. এক বছর পরের পরিস্থিতি
ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি পদ্ধতি হলো ‘প্রিমর্টাম’। এক বছর পরে পরিস্থিতি কি দাঁড়াবে সে সম্পর্কে কল্পনা করে এ সিদ্ধান্তটি নেওয়ার বিষয় বিবেচনা করতে হয়। এক্ষেত্রে এক বছর পর থেকে পেছনের দিকে তাকাতে হয়।
২৪. নমনীয়তা
কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যদি আগে থেকেই একটি নির্দিষ্ট বিষয় ধরে রাখেন তাহলে তা সিদ্ধান্ত গ্রহণে ঝামেলা তৈরি করে। এক্ষেত্রে তাই সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো বিষয় বিবেচনায় রাখতে হবে এবং যে সিদ্ধান্তই হোক না কেন, তা মেনে নিতে হবে।
মন্তব্য চালু নেই