নেতার মতোই খেললেন মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জিততে জিততেও হেরে যায় বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন টাইগাররা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন মাশরাফি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন ৩৪ রানের জয়। নেতার মতোই খেললেন মাশরাফি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা হয়নি বাংলাদেশের। দলীয় ১৬৯ রানের ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা যখন ধুঁকছিল, ঠিক তখন ক্রিজে আসেন মাশরাফি। ব্যাট হাতে ২৯ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন নড়াইল এক্সপ্রেস। তার ব্যাটিংয়ে বাংলাদেশ দল ২৩৮ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়।

বল হাতেও ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন মাশরাফি। আর বাটলারদের হৃদয়ে শেষটা আঘাতটাও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৮.৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট লাভ করেছেন তিনি। টাইগার দলনেতা নির্বাচিত হয়েছেন ম্যাচসেরাও।



মন্তব্য চালু নেই