যে চ্যানেলে সরাসরি দেখাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ
টাইগারদের সঙ্গে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
সফরে মাশরাফি বাহিনীর বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবে ই্যংলান্ড। যার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।
আগামী ৭, ৯ ও ১২ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির। প্রথম দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ১২ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার ৭ দিন পর, একই ভেন্যুতে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের ২য় এবং শেষ টেস্টটি খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল।
জিটিভি কর্তৃপক্ষ জানায়, সরাসরি খেলা সম্প্রচারের পাশাপাশি চ্যানেলটি প্রচার করবে ক্রিকেট নিয়ে একাধিক অনুষ্ঠান। সামিয়া আফরিন, মারিয়া নূর এবং শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় এই অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘ক্রিকেট এক্সট্রা’, ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং ক্রিকেট হাইলাইটস
মন্তব্য চালু নেই