দুই মাস বয়সী শিশুর মাথাভর্তি চুল
শিশু জুনিয়র কক্স নুন অন্য সব শিশুদের চেয়ে বেশ আলাদা। সে মাথাভর্তি এক গাদা চুল নিয়ে জন্মেছে। এখন তার বয়স মাত্র ২ মাস। অথচ তার মাথাভর্তি চুল দেখে মনে হবে তার না জানি কত বয়স। একটু ঠাট্টা করেই তার মা বলেন, ওর মাথায় এত চুল যে ওকে নিয়ে কোথাও গেলে লোকজন ব্যস্ত হয়ে পড়ে।
তিনি আরো বলেন, আমি ওকে নিয়ে কেনাকাটা করতে গেলে সবাই ওর প্রতি খুব আগ্রহ দেখায়। আর ওকে একটু ধরে দেখতে চায় সবাই। আর এতে আমাকে এক গাদা ঝক্কি পোহাতে হয়। কয়েক ঘণ্টার আগে আমি কোনো মতেই কেনাকাটা শেষ করতে পারি না।
জুনিয়রের মাথায় এত চুল যে স্বাভাবিকভাবে চুল শুকায় না। ওকে গোসল করানোর পর হেয়ার ড্রায়ার ছাড়া কখনোই ওর চুল শুকায় না। মাঝে মাঝে ঝক্কি এড়াতে জুনিয়রের মা বাধ্য হয়েই ওর মাথায় ক্যাপ পড়িয়ে ওকে নিয়ে বাইরে বের হন। তাতে কেউ ওর চুল দেখতে পাননা আর ওর প্রতি এত কারো আগ্রহও দেখা যায় না তখন।
মন্তব্য চালু নেই