বিপাশা বসুর গোপন ফটোশুট

বলিউড অভিনেত্রী বিপাশা বসু এখন ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা অ্যালন নিয়ে। এ সিনেমার জন্য নাকি গোপনীয়ভাবে ফটোশুট করিয়েছেন তিনি।

অ্যালন সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন টিভি অভিনেতা করণ সিং গ্রুভার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গত সোমবার মেহবুব স্টুডিওতে এ সিনেমার জন্য একটি ফটোশুট করতে হয় বিপাশা এবং করণকে। ফটোশুটের দৃশ্যগুলো আবেদনময়ী ছিল বলেও জানা যায়।

অপরদিকে বিপাশাকেও তার পোশাকে অনেক আবেদনময়ী লাগছিল। যখন ফটোশুট শুরু করা হবে ঠিক সেই মূহুর্তে নাকি বিপাশা বিষয়টি গোপনভাবে করার জন্য অনুরোধ করেন।

প্রতিবেদনের মাধ্যমে জানা যায় বিপাশা বলেন, ‘যাকে ফটোশুটের জন্য একান্ত প্রয়োজন সেই শুধু সেখানে থাকবেন, অন্য কেউ নয়। প্রকৃতপক্ষে করণের সঙ্গে ফটোশুটের ব্যাপারটি একটু গোপনেই করতে চেয়েছেন বিপাশা।



মন্তব্য চালু নেই