জানেন কি? রবিবার কেন ভারতে সপ্তাহের ছুটির দিন?

সরকারিভাবে ১৮৪০ সাল থেকে রবিবারকে সপ্তাহের ছুটির দিন ঘোষণা করা হয়। ঐতিহাসিক জিম মাসেলোস বলছিলেন কীভাবে এ দেশে রবিবার ছুটির দিনের চল হয়। তাঁর কথা অনুযায়ী শুরুর দিকে ব্রিটেনের মতোই রবিবার মুম্বইতে (তখনকার বম্বে) ছুটির দিন ঘোষণা করার জন্য বেশ কিছুদিন আলোচনা হয়।

সেই সময় যে ব্রিটিশ সরকার চলছিল এ দেশে, তাদের কর্তাদের মধ্যেই মতানৈক্য হয়। একদল চাইছিলেন যাতে ব্রিটেনের মতোই এ দেশেও ছুটির দিন ঘোষণা করা হয় রবিবারকে। যেভাবে খ্রীস্টানরা করে থাকেন আর কী। কিন্তু আরেক দলের বক্তব্য ছিল, বম্বেতে নানা ধর্মের মানুষের বাস।

তাই তাঁরা শুধুমাত্র রবিবারকেই সপ্তাহের ছুটির দিন হিসেবে ভালোভাবে নাও মেনে নিতে পারেন। শুরুর দিকে তো ব্রিটিশ অনেক শাসকরাই চাননি সপ্তাহের একদিন অর্থাত্‍ মাসের চার দিনের টাকা শুধুশুধু কর্মীদের দিতে। কিন্তু পরের দিকে তাঁরা অর্ধেক টাকার বিনিময়ে এই ছুটি মেনে নেন। আর রবিবারই ছুটির দিন ঘোষণা হয়ে যায় ভারতে। তাই আজ আপনি ছুটির দিনে বাড়িতে।



মন্তব্য চালু নেই