শেখ হাসিনাকে নিয়ে সৈয়দ হকের শেষ কবিতা
২৮ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন। এ জন্মদিন উদযাপন উপলক্ষে দেশের কবি লেখক সংস্কৃতিকর্মীজনদের পক্ষ থেকে আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল আগেভাগেই। সেই জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। নিজের শরীর খারাপ হলেও দেশনেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে তাঁর ছিল অসীম আগ্রহ। কিন্তু, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা সম্ভব হলো না তাঁর। এ আয়োজনের মাত্র এক দিন আগে ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশবরেণ্য প্রথিতযশা এই লেখক।
বুধবারের এ আয়োজন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা কবিতার নাম ‘আহা, আজ কী আনন্দ অপার!’
এ কবিতায় সব্যসাচী লেখকের মনের আনন্দ প্রকাশ করেছেন এভাবে- ‘আহা, আজ কী আনন্দ অপার/ শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার’।
সৈয়দ হক প্রধানমন্ত্রীর জন্মদিনের কবিতায় লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর/শুভ শুভ জন্মদিন/দেশরত্ন শেখ হাসিনার/পঁচাত্তরের কলঙ্কিত সেই রাত্রির পর/নৌকা ডোবে নদীর জলে/সবাই বলে নৌকা তুলে ধর/কেইবা তোলে কে আসে আর/স্বপ্নবাহু তাঁর/বঙ্গবন্ধু কন্যার/শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার।’
এ কবিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের প্রশংসা করে সৈয়দ হক লেখেন, শেখ হাসিনা সব নদীতে/দুর্জয় গতিতে/টেনে তোলেন নৌকা আনেন উন্নয়ন জোয়ার/শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার।’
প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন উপলক্ষে সৈয়দ হক কবিতায় যা উচ্চারণ করেছেন, সুস্থ থাকলে ২৮ সেপ্টেম্বর হয়ত নিজেই স্বকণ্ঠে আবৃত্তি করতেন। কিন্তু তার আগের দিন নিজেই বিদায় নিয়ে চলে গেলেন ৮০ বছর বয়সে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তার কবিতাটা আর আবৃত্তি করা হলো না।
বুধবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওই ‘আনন্দ অনুষ্ঠান’টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শেখ হাসিনার উদ্দেশে কবির লেখা কবিতাটি নিচে হুবহু তুলে ধরা হলো:
আহা, আজ কী আনন্দ অপার!
-সৈয়দ শামসুল হক
আহা, আজ কী আনন্দ অপার
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
জয় জয় জয় জয় বাংলার
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
পঁচাত্তরের কলঙ্কিত সেই রাত্রির পর
নৌকা ডোবে নদীর জলে
সবাই বলে নৌকা তুলে ধর
কেইবা তোলে কে আসে আর
স্বপ্নবাহু তাঁর
বঙ্গবন্ধু কন্যার
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
শেখ হাসিনা সব নদীতে
দুর্জয় গতিতে
টেনে তোলেন নৌকা আনেন উন্নয়ন জোয়ার
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
জাতির পিতার রক্তে দেশ
এখনও যায় ভেসে
সেই রক্তের পরশ মেখে দেশ উঠেছে জেগে
এ দেশ তোমার আমার
জয় জয় জয় জয় বাংলার
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
আহা, আজ কী আনন্দ অপার!
মন্তব্য চালু নেই