Google-এর আজ সত্যি কী জন্মদিন?
আজ ২৭ সেপ্টেম্বর, আজ থেকে ১৮ বছর আগে এই দিনেই ঘটেছিল একটা বিপ্লব৷ বিশ্বের কাছে পরিচয় পেয়েছিল Google৷ নিজেদের প্রাপ্ত বয়স্ক হওয়ার প্রমাণ দেওয়ার জন্য একটি নয়া Doodle মঙ্গলবার রাত থেকেই শুরু করেছে গুগল কর্তৃপক্ষ৷ যেখানে দেখা যাচ্ছে একটি বেলুনে করে গুগলের ‘G’ উড়ে যাচ্ছে৷
কিন্তু এই বিশেষ দিনটিতে ‘Doodl’য়ের টাইমলাইনে নেই কোনও বিশেষ ছাপ৷ কিন্তু হিসেব বলছে, যদি Google.com ডোমেনের জন্মদিন ধরা হয় তবে আজ গুগলের জন্মদিন হয়৷ এই বছরের ১৫ সেপ্টেম্বর গুলের ১৯ বছর হওয়া উচিত৷ আর আজকের দিন ধরলে তবে গত ১৯৯৮ সালে গুগলের জন্ম৷ তবে শুধু এই একটা দিন না, ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বরের কথাও বলতে হয় যেদিন গুগলে প্রথম ব্যবসায়ীক বিনিয়োগ হয়েছিল৷ আর মনে করা হয় এটাই গুগলের আসল জন্মদিন৷ এর আগে অন্যান্য বছর গুলিতে সেপ্টেম্বরের চারদিন গুগলের জন্মদিন হিসেবে পালন করা হয়েছে৷ ৭ সেপ্টেম্বর,৮ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর৷-কলকাতা
মন্তব্য চালু নেই