সিলেটে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি আনার অভিযোগে সিলেট ও মৌলভীবাজার থেকে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

গাড়িগুলোর দুটি মৌলভীবাজার থেকে ও একটি সিলেট থেকে জব্দ করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার।

সোমবার টেলিফোনে তিনি জানান, গত ২ ও ৯ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে দুটি এবং ২২ সেপ্টেম্বর সিলেট থেকে ১টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে জব্দ গাড়ির মালিকের নাম রুবেল আহমদ।

প্রভাত কুমার বলেন, এই গাড়িটির মালিক রুবেল আহমেদ হলেও তা সাজেদুর রহমান নামের এক ব্যক্তির বাড়ির গ্যারেজ থেকে জব্দ করা হয়।

জব্দ করা অন্য দুই গাড়ির মালিকের নাম জানাননি তিনি।

প্রভাত কুমার জানান, শুল্ক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জব্দ গাড়ির মালিকদের বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা করা হবে।



মন্তব্য চালু নেই