ছাগলের সঙ্গে সময় কাটিয়ে নোবেল জয়!

ছাগলের সঙ্গে সময় কাটিয়েও যে নোবেল জয় করা যায়, তা দেখিয়ে দিলেন ব্রিটিশ নাগরিক টম থুইটেস।

ছাগল-মানবখ্যাত এই ব্যক্তির হাতে বৃহস্পতিবার রাতে এ বছরের প্রতীকী আইজি নোবেল পুরস্কার তুলে দেয়া হয়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

১৯৯০ সাল থেকে আইজি নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। মূলত হাস্যকর ও চিন্তাশীল কাজের জন্য এ প্রতীকী নোবেল দেয়া হয়ে থাকে। টম থুইটেস তেমনি আল্পস পর্বতে এক পাল ছাগলের সঙ্গে তিন দিন সময় কাটিয়ে নজরে আসেন।

তিনি এক বছর গবেষণা করে ছাগলের মতো কৃত্তিম পা বানান। এরপর তাদের জীবনাচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য আল্পস পর্বতে ছাগলের সঙ্গে তিন দিন সময় কাটান।

এ বিষয়ে তিনি বলেন, নকল পা লাগিয়ে ছাগল পালের সঙ্গে ঘাস চাবাচ্ছিলাম। এ সময় দু’একটি ছাগল খেলাচ্ছলে আমার দিকে তেড়ে আসে এবং শিং দিয়ে গুতো দিচ্ছিলো।

তথ্যসূত্র- বিবিসি



মন্তব্য চালু নেই