আত্রাইয়ে বজ্রপাতে নিহত ১
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে গতকাল বুধবার সন্ধ্যায় বজ্রপাতে জমিনুল ইসলাম জয় (২৬) নামের এক জনের মৃত্যু হয়েছে। ভোঁপাড়া ইউনিয়নের শিমুলকুচি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমিনুল উসলাম জয় পাশ্ববর্তী বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বুধবার সন্ধ্যায় ঝোড়ো বাতাস ও আকস্মিক বজ্রপাত হলে আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলকুচি গ্রামে তার শশুড় বাড়ির আঙ্গিনায় বজ্রপাতে জমিনুল ইসলাম জয় ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই