লতিফ সিদ্দিকী কারাগারে
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনেটের দিকে কারাগারের মূল ফটক দিয়ে তাকে ভেতরে নেয়া হয়।
এর আগে লতিফ সিদ্দিকীকে বহনকারী প্রিজন ভ্যানটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে পৌঁছে। এসময় ফটকের ছোট দরজা (পকেট গেট) দিয়ে কারাগারের ভেতরে ঢুকতে অস্বীকৃতি জানান তিনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কারাগারের সামনে জটলা তৈরি হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম তাকে এ সময় অনেক বোঝানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত লতিফ সিদ্দিকীর চাওয়া অনুযায়ী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়েই ভেতরে প্রবেশ করেন তিনি।
লতিফ সিদ্দিকীর দাবি, তিনি এখনো একজন সংসদ সদস্য। তাই তিনি কারাগারের পকেট গেট দিয়ে ভেতরে যাবেন না।
এর আগে লতিফ সিদ্দিকী মঙ্গলবার বেলা পৌনে ১টায় ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করেন। পরে তাকে সিএমএম আদালতে পাঠানো হয়। দুপুর ২টা ৫ মিনিটে তাকে কালো কাচের একটি গাড়িতে করে আদালতে হাজির করে পুলিশ।
সেখানে জামিন প্রার্থনা না করায় সাবেক এই মন্ত্রীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত।
মন্তব্য চালু নেই