কালকিনিতে স্কুলের ছাত্রী নিতুর হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর ঐ স্কুলের ছাত্রী ছুরি আঘাতে নিহত নিতু মন্ডলের হত্যাকারীর বিচারের দাবীতে আজ সোমবার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে নিতুর মরদেহ স্কুলে আনা হয় এবং প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ৈসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীর নিতুর কফিনে তারা ফুল দিয়ে শ্রদ্ধা করে শেষ বিদায় জানান। মানববন্ধন থেকে শিক্ষক ও শিক্ষার্থীর নিতুর খুনিকে কঠিন বিচারের দাবীর কথা তুলে ধরে। নিহত নিতু মন্ডল ঐ স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ছিল।
উল্লেখ্য গতকাল রোববার মাদারীপুরের কালকিনির নবগ্রামের স্কুল ছাত্রী নিতু মন্ডলকে ছুরি আঘাত করেন সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্সের ছাত্র মিলন মন্ডল।
প্রাথমিকভাবে ধারনা ছিল একই এলাকার ছেলে মিলনের প্রেমের প্রস্তাবে নিতু সারা না দেওয়া স্কুলে যাওয়ার সময়ে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। স্থানীয় লোকজন নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিতু ঐ এলাকার নির্মল মন্ডলের মেয়ে। পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় প্রধান আসামি মিলনকে আটক করতে সক্ষম হয়।
মন্তব্য চালু নেই