সুন্দরগঞ্জে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার: পিতাকে আটক

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের একটি ডোবা থেকে সাড়ে ৬ মাস বয়সের সিয়াম মিয়া নামে এক শিশুর লাশ উদ্ধারসহ শিশুটির পিতা স্বপন মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির একটি ডোবায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়ার পর দুপুরে থানার এসআই রাশেদুজ্জামান এসে লাশটি উদ্ধারসহ ঐ শিশুর পিতা স্বপন মিয়াকে আটক করেন। বিগত ৮ মাস আগে স্বপন মিয়ার সঙ্গে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে স্বপ্না বেগমের গান্ধর্ব (ভালবেসে) বিয়ে হয়।

বিয়ের পর থেকে ঐ সন্তানকে নিয়ে পারিবারিক কলহ চলে আসছে। এরই জের ধরে এ ঘটনার সুত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন বলে থানা সুত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই