কালীগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় শহরের মটর মালিক সমিতির ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার এসআই ইমরান আলম, কালীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক জামির হোসেন, ব্যবসায়ী সরোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দীন প্রমুখ।

সভায় কালীগঞ্জ শহরকে নিরাপত্তার আওতায় আনতে উপজেলা পরিষদ, মেইন বাস্ট্যান্ড, পুলিশ স্টেশন, হাসপাতাল, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, রেল স্টেশন, ব্যাংক বীমাসহ প্রায় ৩০ টি গুরুত্বপূর্ণ স্থানে ৭০ টি সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়। এতে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় হবে যা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে দ্রুতই তা বাস্তবায়ন হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই