খুব সহজে চোখ সাজিয়ে নিন বারগেনডি স্মোকি স্টাইলে

ঈদে মাংস কাটাকুটি করে ক্লান্ত। এইবার ঘুরাঘরির পালা। ঈদের পরে শুরু হয় দাওয়াত খাওয়ার পালা। ঈদের দাওয়াতের সাথে শুরু হয় বিয়ের দাওয়াতের। আর অনুষ্ঠানে সবাই একটু ভিন্নভাবে সাজতে পছন্দ করে। গতানুগতি ধারার বাইরে একটু ভিন্ন সাজ্জ আপনাকের দেখাবে একটু বেশি স্পেশাল। সাধারণত স্মোকি আই বলতে আমরা কালো, অ্যাশ শেডের মিশ্রণকে বুঝিয়ে থাকি। তবে এর বাইরেও বারগেনডি দিয়েও করা যায় দারুন স্মোকি আই।
ভিন্ন এই শ্যাডো আপনার সাজকে দিবে ভিন্নমাত্রা। শাড়ি কিংবা সালোয়ার কামিজ যেকোন পোশাকের সাথে বেশ মানিয়ে যায় এই সাজটি।
যা যা লাগবে:
মুখের জন্য:
জেল ফাউন্ডেশন
কনসিলার
ম্যাট পাউডার
ক্লিনিক পাউডার মেকআপ
ব্রাশ
চোখের জন্য:
সিগমা বিউটি জেল আই লাইনার
আইশ্যাডো
আইল্যাশ
স্মোকি আই মেকআপের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন-
১। ত্বকের রং যদি গাঢ় হয় তবে তা ব্ল্যাক স্মোকি আই না করাই ভালো।
২। চোখের বারগেনডি আই শ্যাডোর সাথে মিলিয়ে বারগেনডি লিপস্টিক ব্যবহার করুন।
৩। স্মোকি মেকআপ করার জন্য অনেকগুলো ব্রাশ প্রয়োজন। ব্রাশ সাইজ ভাল করে লক্ষ্য করবেন।
৪। আইল্যাশ এই মেকআপের সাথে বেশ ভাল মানিয়ে যায়।
মন্তব্য চালু নেই