অনুষ্ঠানে এসে ভক্তদের উদ্দেশ্যে যা বললেন সাকিব
বাংলাদেশ ক্রিকেটকে দুই হাত ভরে দিচ্ছেন দেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আজকের সাকিবকে এ পর্যায়ে উঠে আসতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তার জীবনের শুরুর কথা গুলো এবার ভক্তদের উদ্দেশ্যে তুলে ধরেন সাকিব।
ঈদ উপলক্ষ্যে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে অতিথি হিসেবে আসেন সাকিব। ওই সময় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ভক্তদের উদ্দেশে দেশসেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের ক্রিকেটকে সাপোর্ট করতে থাকুন। এখন আমরা ভালো করছি তাই সাপোর্ট করছেন। যদি কোনো সময় আসে আমাদের দলের খারাপ সময় যাচ্ছে তখনো অবশ্যই সাপোর্ট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো সময়ে সবাই সাপোর্ট করবে কিন্তু খারাপ সময়ে সাপোর্ট পেলে আত্মবিশ্বাস বাড়বে।’
এছাড়া ক্রিকেটকে ঘিরে তার স্বপ্নের কথা নতুন করে শোনান সাকিব, ‘এখন একটাই স্বপ্ন বাংলাদেশের হয়ে ট্রফি জেতা। যত বেশি ট্রফি জেতা যাবে ততই আমাদের জন্য ভালো। আমি ব্যক্তিগত সাফল্য নিয়ে কখনোই চিন্তা করি না। চেষ্টা করি দলের হয়ে কন্ট্রিবিউট করা। আমার কাছে ট্রফি জেতার টার্গেটই বেশি জরুরি। আগামী বিশ্বকাপ হবে আমাদের সেরা বিশ্বকাপ। আমি বিশ্বাস করি আমাদের সেই সামর্থ্য আছে, আমাদের ওই মানের ক্রিকেটারও আছে। সামনে আরো ক্রিকেটারও আসবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই দল প্রয়োজন আমরা তার খুব কাছাকাছি আছি।’
মন্তব্য চালু নেই