নৌপরিবহন মন্ত্রীকে সংবর্ধনা
মাদারীপুর প্রতিনিধি: মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ আমরাই গড়বো এই স্লোগানকে সমানে রেখে মাদারীপুরে বুধবার শহীদ মোহসিন স্মৃতি সংঘ এর উদ্যোগে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে সংবর্ধনা দেওয়া হয়।
ডিসি ব্রীজ অঙ্গনে আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী।
এ সময়ে আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, মাদারীপুরের পৌর সভার সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক মো: ওবাদুর রহমান খান কালু, মাদারীপুরের পৌর সভার সাবেক মেয়র খলিলুর রহমান খান ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ মোহসিন স্মৃতি সংঘের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নকুল কুমার বিশ্বাসসহ ও ঢাকার অন্যান্য শিল্পবৃন্দরা।
মন্তব্য চালু নেই