এ সরকার ক্ষমতায় থেকে বাক স্বাধীনতা হরণ করেছে
রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে জনগণের বাক স্বাধীনতা হরণ করেছে। দেশে নির্যাতন, জুলুম, নিপিড়ণ চালাচ্ছে।
আপনাদের সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, প্রতিরোধ করতে সরকারের অমানবিক নির্যাতন। সোমবার বিকালে শান্তা কমিউনিটি সেন্টার রাণীশংকৈলে এ সব কথা বলেন।
মহাসচিবের সফর সঙ্গী হিসেবে ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জেড মর্তুজা চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুলতানুল ফেরদৌস চৌধুরী ন¤্র, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তৈমুর হোসেন, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, জেলা কমিটির নির্বাহী সদস্য ডা. কামাল হোসেন।
রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক মাষ্টারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিটির বিপ্লবী নেতা মো. জমিরুল ইসলাম, পৌর সভাপতি অধ্যাপক মো. শাহজাহান আলী, উপজেলা যুব দলের সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জামান মনিসহ স্থাণীয় নেতা-কর্মীবৃন্দ।
মন্তব্য চালু নেই