জানুন কীভাবে কাঁচের মতো চকচকে নখ পাবেন

তেল চকচকে নখই এখন নতুন ফ্যাশন। আপনার নখ যদি চকচক না করে, তাহলে আপনি মোটেই ফ্যাশনেবল নন। চুল, ত্বক, ঠোঁট এবং নখ যত বেশি চকচকে হবে, তত আপনাকে সুন্দর দেখতে লাগবে। কিন্তু চকচকে নখ পাওয়া মোটেই সহজ নয়। নেলপলিশ লাগানোর পর তাতে জল লাগলেই তা থেকে চকচকে ভাব উঠে যেতে থাকে। তাহলে কীভাবে রাখবেন নখ চকচকে? জেনে নিন-
চকচকে নখ পাওয়া প্রক্রিয়া শুরু করার আগে জেনে রাখুন, এর জন্য মেটালিক রঙ যেমন, মেটালিক গ্রে, নীল, সবুজ, পার্পল রং বেছে নিন।
১) প্রথমে নখে বেস কোটিং করুন।

২) বেস কোটিং শুকনো হয়ে গেলে কালো রঙের নেলপলিশ পুরো নখে ভালো করে লাগান।

৩) এবার এই নেলপলিশটিকে অল্প শুকনো হতে দিন। অর্ধের শুকিয়ে এলে নখে মেটালিক রঙের নেলপলিশ ব্যবহার করুন। নীল, সবুজ, পার্পল বিভিন্ন রং নখের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন।

৪) এবার ক্রোম পাউডার ব্যবহার করুন নখের উপর।

৫) নখকে আরও আকর্ষণীয় করে তুলতে, বিভিন্ন রং মিশিয়ে নখে ব্যবহার করতে পারেন। তাহলে রামধনু এফেক্ট আসবে।

৬) নখ শুকিয়ে গেলে আর একবার নেলপলিশ ব্যবহার করুন।



মন্তব্য চালু নেই