দেশে ফিরে যা বললেন তাসকিন-সানি
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা শেষে দেশে ফিরে দেশবাসীর দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি।
বোলিং অ্যাকশন পরীক্ষা খুব একটা কঠিন হয় নি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা দুই বোলারের। ইতিবাচক ফলাফল নিয়ে বেশ আশাবাদী তাসকিন-সানি।
দেশে ফিরে সাংবাদিকদের তাসকিন বলেন, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমি দলে না খেলা অবস্থায়ও ২০ জনের স্কোয়াডে আছি। এই সমস্যাটি সমাধান হলে টিমে যদি সুযোগ হয়, অন্যরকম ভালোলাগা কাজ করবে। খুব কম সময়ের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেবে, পাশ করে যেন জাতীয় দলে খেলতে পারি সবার কাছে দোয়া কামনা করছি।
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দলে স্থান পাননি আরাফাত সানি। এ বিষয়ে সানির কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমি আসলে এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করছি না। আমার বোলিংয়ে যে সমস্যা ছিল সে সমস্যা নিয়ে কাজ করছি। আমার আসল কাজ ভালো রেজাল্ট দিয়ে ভালোভাবে জাতীয় দলে ফেরা। এটাই আমার আসল ফোকাস। অন্য কছিু ভাবছি না, আর কোনো কিছুই নিয়ে আমার মন খারাপ নেই।-চ্যানেল আই
মন্তব্য চালু নেই