শাড়ি বিতর্কে বিদ্যা বালন

বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। উত্তরপ্রদেশ সরকারের সমাজবাদী পেনশন যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেয়া হয়েছে বিদ্যাকে। কিন্তু ওই যোজনার বিজ্ঞাপনে তিনি যে শাড়ি পরেছেন, তা ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। বিজ্ঞাপনে সবুজ ও লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে তাকে। বিরোধীদের অভিযোগ, ওই রঙের শাড়ি পরে আসলে উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টিরই প্রচার করেছেন। কারণ, সমাজবাদী পার্টির পতাকার রঙ লাল-সবুজ।

সমাজবাদী পেনশন যোজনায় যোগ দেয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিদ্যাকে ধন্যবাদ জানিয়েছেন। গত শুক্রবার এক অনুষ্ঠানে অখিলেশ বলেন, রাজ্য সরকারের বৃহত্তম প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা বিদ্যা বালনের প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় সরকারের ঘর ঘর শৌচালয় কর্মসূচীর প্রচারেও দেখা গিয়েছে বিদ্যাকে। এবার উত্তরপ্রদেশের সরকারের প্রকল্পের জন্য আগামী দিনে প্রচারে দেখা যাবে তাকে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেনশন প্রকল্পটির প্রশংসাও করেছেন বিদ্যা। রাজ্যের দরিদ্র মহিলাদের মাসে ৫০০ টাকা দেয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ মানুষ।



মন্তব্য চালু নেই