শ্রীপুরে দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
মাগুরা প্রতিনিধি : শনিবার মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে অতিদরিদ্র,দুঃস্থ,অসহায় লোকজনদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সকাল ১০টার শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের বরাদ্ধকৃত চাল বিতরণকালে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কালা চাঁদ সিংহ ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া হাসান উপস্থিত থেকে এচাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ সিরাজুল ইসলাম,চেয়ারম্যান মসিয়ার রহমান,প্রধান শিক্ষক শামীমুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,সাংবাদিক আশরাফ হোসেন পল্টু ও ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম।
উপজেলার ৮টি ইউনিয়নে ৯ হাজার ৩ শত ৫৮টি পরিবারের মধ্যে মোট ৯৩:৫৮ মে:টন চাল খাদ্য অধিদপ্তর থেকে বরাদ্ধ দেওয়া হয়েছে। এর মধ্যে গয়েশপুর ইউনিয়নে ১০:৮৫,আমলসারে ১৪:৩৫, শ্রীকোল ১৫:২৫, শ্রীপুর ১৩:২৩, দ্বারিয়াপুর ৯ঃ০৪,কাদিরপাড়া ৮:৫৯,সব্দালপুর ১১ঃ৩ ও নাকোল ইউনিয়নে ১১ঃ০০ মে:টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই