দাড়ি এখন ছেলেদের ফ্যাশন, কিন্ত দাড়ি ভালো না খারাপ?

আগে পুরুষরা ক্লিন সেভ থাকতেই পছন্দ করতেন। কিন্তু এখন পুরুষদের দাড়ি রাখা হয়ে গিয়েছে ফ্যাশন। খোঁচা খোঁচা দাড়িতে হ্যান্ডু লুক। তবে দাড়ি কি শরীরের জন্য ভালও নাকি খারাপ! সেটাও তো জানতে হবে আমাদের। ফ্যাশনে ইন বলে সেটা করে ফেলে আখেড়ে শরীরের ক্ষতি করার কোনও মানে হয় না। কি বলছেন বিজ্ঞান আসুন জেনে নিই।

বিজ্ঞানীদের মতে, দাড়ি রাখলে পুরুষদের আকর্ষণ বৃদ্ধি পায়। তাঁদের প্রতি নারীরা বেশি আসক্ত হয়।

এক গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা দাড়ি রাখেন, তাঁদের মধ্যে বিষণ্ণতা কম দেখা যায়।

দাড়ি আপনার ত্বক ভাল রাখবে এবং বাইরের ইনফেকশন দূরে রাখবে।

ঘামের জন্য এর উপকারিতা অনেক। দাড়ি রাখলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনেও তফাৎ গড়ে উঠে।

আসলে একটি নির্দিষ্ট বয়সের পর হরমোনের কারণে নারী ও পুরুষের শরীরের মাঝে অনেক পরিবর্তন দেখা যায়। তার মধ্যে ছেলেদের দাড়ি একটি। কিছু পুরুষদের দাড়ি রাখতে দেখা যায়, আবার অনেকে কেটে ফেলেন। তবে, এখন দাড়ি রাখছেনই বেশি সংখ্যক পুরুষ। মজার তথ্য একজন পুরুষ তাঁর জীবনের ১৩৯ দিন সময় শুধু শেভ করে কাটিয়ে দেয়!



মন্তব্য চালু নেই