ঝটপট করে ফেলুন দারুন তিনটি হেয়ার স্টাইল
নিত্য নতুন স্টাইলে চুল বাঁধাটা অনেকেরই পছন্দের একটি কাজ। তবে সময়ের অভাব, ঝামেলার কারণে অনেকই চুলে স্টাইল করতে চান না। লম্বা চুলে সেই পুরাতন পনিটেল, বেনী, কিংবা খোঁপা করেই হেয়ার স্টাইল শেষ করেন। অথচ অল্প সময়ে দারুন কিছু হেয়ার স্টাইল করা যায়। কলেজ, ভার্সিটি কিংবা অফিস সব জায়গাতেই এই হেয়ার স্টাইলগুলো আপনি করতে পারেন। ওয়েস্টার্ন, কিংবা সালোয়ার কামিজ উভয় পোশাকে দারুন মানিয়ে যাবে এই হেয়ার স্টাইল। আবার খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না এই হেয়ার স্টাইল করার জন্য।
যেভাবে করবেন:
প্রথম হেয়ার স্টাইল
১। চুল শ্যাম্পু করে ভাল করে আঁচড়িয়ে নিন।
২। এবার একপাশে সিঁথি করুন। সিঁথি করে চুলকে তিনভাগে ভাগ করুন। মাঝের চুলগুলো নিয়ে পনিটেল করে নিন।
৩। ডানদিকের চুল টুইস্ট করে পনিটেলের ভিতর দিয়ে ঢুকিয়ে রাবার ব্র্যান্ড (ভিডিও অনুযায়ে) দিয়ে বেঁধে দিন।
৪। একইভাবে বামদিকের চুল নিয়ে টুইস্ট করে নিয়ে পনিটেলের সাথে বাঁধুন।
৫। সামান্য বেবি বা ট্যালকম পাউডার চুলের সিঁথির উপর ছিটিয়ে দিন। এটি মাথার তালুর তেল শুষে নিবে।
দ্বিতীয় হেয়ার স্টাইল
১। চুল ভাল করে আঁচড়িয়ে নিন। তারপর সব চুল দিয়ে উঁচু করে পনিটেল বেঁধে নিন।
২। সামনের চুলগুলো থেকে কিছু চুল নিয়ে টুইস্ট করে ববিপিন দিয়ে পনিটেলের সাথে আটকিয়ে দিন।
৩। আপনি চাইলে সামনের চুলগুলো স্প্রে করে নিতে পারেন।
তৃতীয় হেয়ার স্টাইল
১। সামনের চুলগুলো পাফ করে কিছুটা ফুলিয়ে নিন। তারপর চুলগুলো ববিপিন দিয়ে কিছুটা ফুলিয়ে লাগিয়ে দিন।
২। ডানপাশ থেকে কিছু চুল টুইস্ট করে পিছনে নিয়ে লাগান। একইভাবে বামপাশ থেকে কিছু চুল নিয়ে টুইস্ট করে পিছনে নিয়ে বাকী চুলের সাথে লাগান।
৩। ব্যস হয়ে গেল দারুন তিনটি হেয়ার স্টাইল।
মন্তব্য চালু নেই