জিয়ার পদক অপসারণ স্বাধীনতা অপসারণের শামিল : দুদু
জাতীয় জাদুঘর থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক অপসারণ করা স্বাধীনতা অপসারণের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে দুদু বলেন, ‘আপনি শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করছেন মনে রাখবেন, পরবর্তী সরকার অনুসরণ করলে আপনার পরিণামও শুভ হবে না।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বৈরতন্ত্রের সঙ্গে কোন আপস নেই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আজ হোক কাল হোক আপনাদের পতন হবে। তখন সব কিছু পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মাদ মুনির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্র দলের সভাপতি রাজীব আহসান, সংগঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার প্রমুখ।
মন্তব্য চালু নেই