ভূমিকম্প বিষয়ক চলচ্চিত্র উৎসব

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সিএনসিআরপি প্রকল্পের উদ্যোগে আগামী ২৯ নভেম্বর ঢাকার পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ভূমিকম্প বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

২৪ নভেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে একথা জানান জাইকার কমিউনিকেশন স্পেশালিস্ট ইরিকো কোবাইসি। এসময় আরো মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা নারগিস আক্তার, জাহিদ হোসেন, মোহাম্মদ হোসেন জেমী, দিলদার হোসেন, সাংবাদিক তানজিম আনোয়ার ও শফিউল্লাহ সুমন।

ভূমিকম্প সচেতনতা বিষয়ক ১ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৭ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিনব্যাপী এ উৎসবে প্রদর্শন করা হবে। পাশাপাশি উৎসবে পুরস্কৃত করা হবে সেরা ১০টি চলচ্চিত্রকে।

জাইকার কমিউনিকেশন স্পেশালিস্ট ইরিকো কোবাইসি জানান, বাংলাদেশের মানুষকে ভূমিকম্প সচেতন করতেই এ উৎসবের আয়োজন। ভবিষ্যতে সারাদেশে ভূমিকম্প সচেতনতামূলক এ ধরনের উৎসব আয়োজন করা হবে।



মন্তব্য চালু নেই