বেরোবিতে ভর্তি পরীক্ষা ১৩ থেকে ১৭ নভেম্বর : রেজিস্ট্রেশন শুরু ২০ সেপ্টেম্বর
এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স(স্নাতক) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন(নিবন্ধন) প্রক্রিয়া ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে আগামী ২৫ অক্টোবর। আজ মঙ্গলবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে মোবাইল কোম্পানি টেলিটককে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর এর মধ্যে ভর্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এবার প্রতিটি অনুষদ নিজ দায়িত্বে তাদের ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে। নতুন কোটার অন্তর্ভুক্তির বিষয়ে তিনি জানান, অনুষদভিত্তিক এবারের পরীক্ষায় ছিটমহল কোটা (.৫%) চালু করা হয়েছে।
বিস্তারিত তথ্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(www.brur.ac.bd) থেকে জানা যাবে।
মন্তব্য চালু নেই