মাগুরা শ্রীপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য তহিদুল ইসলাম।

বিশেষ অতিধি হিসাবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হুমাউন কবির চঞ্চল,মহিলা সদস্য কোহিনুর বেগম,শ্রীপুর উপজেলা ভোরের কাগজ প্রতিনিধি খান আবু হাসান প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক উৎপল কুমার,রবিউল ইসলাম,কাজী ইমাম হোসেন,শিক্ষিকা আফরোজ বেগম,রেহেনা পারভীন।

ছাত্র-ছাত্রীদের মধ্যে মিতু, কাজী তানজীম হোসেন, আলামিন, অভি প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি সন্ত্রাসবাদ ও বাল্যবিবাহ রোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য চালু নেই