৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার যৌক্তিক দাম নির্ধারণের নির্দেশ
চামড়ার যৌক্তিক দাম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্ধারণ করে তা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার মন্ত্রণালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীদের চামড়ার যৌক্তিক দাম নির্ধারণ করে তা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে। মন্ত্রণালয় সে দাম যাচাই করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে।
চামড়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি যৌক্তিক দাম নির্ধারণ না করেন তাহলে আপনারাই ঠকবেন। সঠিক দাম নির্ধারণ না হলে চামড়া ভারতসহ বিভিন্ন দেশে পাচার হতে পারে। পরে আপনারাই চামড়া পাবেন না।
মন্তব্য চালু নেই