বানরের ভয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চাঁদপুর শহরে বানরের ভয়ে একটি ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। রোববার রাত ৭টার দিকে শহরের গুয়াখোলা রোডে এ ঘটনা ঘটে।

সাইফুল চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকার সিরাজ মাঝির ছেলে। তিনি পেশায় একজন দর্জি কারিগর।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল করিম মঞ্জিলের চার তলায় ময়ূর নামের একটি টেইলার্সের কারখানা কাজ করতেন সাইফুল। কয়েকটি বানর খাবারের সন্ধানে ছাদে উঠে আসে। এ সময় বানরগুলো দেখে ভয়ে সাইফুল ছাদ থেকে লাফ দেন। এতে তার মাথা থেঁতলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের পুরান বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বানরের আনাগোনা দেখা যাচ্ছে। বানরগুলো খাবারের সন্ধানে শহরের বিভিন্ন অলিতে গলিতে ঢুকে পড়ছে। এসব বানরের উপদ্রুপে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী।

সাকিব হোসেন, মুসলিম মিয়াসহ আরো কয়েকজন জানায়, বানরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এসব বানর সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।



মন্তব্য চালু নেই