জামায়াতের হরতালে প্রভাব নেই, সতর্ক পুলিশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার (৫ সেপ্টেম্বর) আধাবেলা হরতাল কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল চলবে।

তবে হরতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা মেলেনি। রাজধানীতে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এ দি‌নে রাজধানীতে অন্যান্য দিনের মতো বড়-ছোট বাস, মাই‌ক্রোবাস, প্রাইভেটকার, সিএন‌জিচা‌লিত অটোরিকশা, রিকশা চলাচল করতে দেখা দেখা গে‌ছে।

সোমবার সরেজমিনে রাজধানীর মগবাজার, মৌচাক, মা‌লিবাগ, রাজারবাগ, মতিঝিল, দৈ‌নিক বাংলা, বায়তুল মোকাররম এলাকা ঘু‌রে এমন চিত্র দেখা গেছে।

মীর কাসেমের ফাঁসি কার্যকরের পরপরই শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে রবিবার (০৪ সেপ্টেম্বর) দোয়া-দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে শফিকুর রহমান অভিযোগ করেন, ‘সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে মীর কাসেম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে রাত সাড়ে ১০টায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। এ ঘটনা আবারও বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

এদিকে হরতালে নাশকতা ঠেকাতে পু‌লিশ, র‌্যাবসহ সাদা পোশাক পরিহিত গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী তল্লাশি চালানো হচ্ছে। পাশাপা‌শি ঢাকা মেট্রোপ‌লিটন পু‌লিশের (ডিএম‌পি) বি‌ভিন্ন সাজোয়া যানকে টহল দিতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে সোমবার সকালে মতিঝিলের শাপলা চত্বরে দায়িত্বরত ওই থানার প‌রিদর্শক (অপারেশন) মোহাম্মদ মনির বলেন, ‘হরতালে ম‌তি‌ঝিলসহ আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কো‌নো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ছাড়া সড়কে যান চলাচল স্বাভা‌বিক রয়েছে। হরতালে জনজীবন স্বাভা‌বিক রয়েছে।’



মন্তব্য চালু নেই