মুলার জাদুতে জার্মানির শুভসূচনা

ফিফা বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। এবার তাদের চোখ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। টমাস মুলার জাদুতে এই মিশনেও শুভসূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে তারা হারিয়েছে নরওয়েকে, ৩-০ গোলের ব্যবধানে।

নরওয়ের রাজধানী অসলোতে খেলতে নেমে জার্মানি খেলেছে চ্যাম্পিয়নের মতো। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছেন জোয়াকিম লোর শিষ্যরা। খেলার ১৫ মিনিটের মাথায় গোলমুখ উন্মোচন করেন মুলার। এরপর ৪৫ মিনিটে কিমিচের গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর জার্মানির পক্ষে তৃতীয় গোলটি করেছেন মুলার (ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় গোল)। খেলার ৬০ মিনিটে স্বাগতিক নরওয়ের জাল কাঁপান তিনি। বায়ার্ন মিউনিখের তারকা এই ফুটবলারের জোড়া গোলে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।



মন্তব্য চালু নেই