‘কোনোদিনই চুমু খাবো না, এটা আমার নীতি’
বলিউডে এখন যেসব সিনেমা তৈরি হচ্ছে তার অধিকাংশগুলোতেই কিছু ঘনিষ্ঠ দৃশ্য বা নায়ক-নায়িকার লিপ লকের দৃশ্য রয়েছে।
বলিউডের অনেক বড় বড় নায়িকাও এ ধরনের দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত লিপ লকের দৃশ্যে অভিনয় করেননি।
তিনি বলিউডের দাবাংখ্যাত নায়িকা সোনাক্ষী সিনহা। ভবিষ্যতেও এ ধরনের চরিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি।
সোনাক্ষী সিনহা বলেন, ‘যেহেতু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই কোনোদিনই পর্দায় চুমু খেতে পারব না। এটা আমার একটা নিজস্ব নীতি বলতে পারেন। যেটা আমি সব সময় মেনে চলি।
প্রসঙ্গত, শুক্রবার সোনাক্ষী অভিনীত সিনেমা ‘আকিরা’ মুক্তি পেয়েছে। সিনেমায় দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
র্যাগিংয়ের গল্প নিয়ে তৈরি ছবিটি প্রথম দিনে ৫ কোটি রুপি আয় করেছে।
মন্তব্য চালু নেই