কিশোরীকে বিয়ে করে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিল স্বামী…
১৪ বছরের কিশোরীকে বিয়ে করে নিয়ে গিয়ে ৫০,০০০ টাকায় বিক্রি করে দিল স্বামী। কাজ দেওয়ার নাম করে ওই কিশোরীকে দিল্লি থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগে জানানো হয়েছে। এই বিষয়ে মালাড পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। একটি বাড়িতে কাজের মেয়ে হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কিশোরী পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছে, যে বাড়িতে কাজ করত, সেখানকার সিকিউরিটি গার্ডকে সব কথা জানালে সেই পুলিশকে জানানোর পরামর্শ দেয়। জানা গিয়েছে ওই কিশোরী আসলে উত্তরপ্রদেশে মেয়ে। একটি অনাথ আশ্রম থেকে নিয়ে এসে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে দেয় তারই এক আত্মীয়। এরপরই এই ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জয়েন্ট পুলিশ কমিশনার দেবেন ভারতী।
মন্তব্য চালু নেই