মেয়ে বলিউডে আসবে, তাই ট্রেনিং দিচ্ছেন মা

আলিয়া। না, ভাট ফ্যামিলির আলিয়া নন, এই আলিয়া পূজা বেদীর কন্যা আলিয়া। এখন তিনি নিতান্তই বালিকা, বয়স মাত্র সতেরো।

পূজা বেদীর কন্যা আলিয়া ইব্রাহিমের পছন্দের নায়িকা অবশ্য আলিয়া ভাট। তার সেকেন্ড চয়েস সোনাম কাপুর। এই দুই বলিউড ডিভাকে দেখেই নিজেকে তৈরি করতে চান আলিয়া। বলিউডে আসার আগেই ছোট পর্দায় বেশ সারা ফেলেছেন এই টিন গার্ল। তবে

বলিউড ডেবিউ হওয়ার আগে মা পূজা বেদীর কাছেই ট্রেনিং করছেন আলিয়া। সাংবাদিকদের প্রশ্নের মুখে সতেরো বছর বয়সী আলিয়ার স্পষ্ট উত্তর, “এখন ট্রেনিং চলছে, ২ বছর পর নিজেরাই দেখে নেবেন কী হতে যাচ্ছে”!
বলিউডে আগামী দিনে কতটা ‘নেম আর ফেম’ অর্জন করবেন আলিয়া ইব্রাহিম এটা এখন আলোকবর্ষ দূরের প্রশ্ন। তবে টেলিভিশন ফেম এবং শিরোনামে তিনি ইতিমধ্যেই নিজের জায়াগা পাকা করেছেন। আলিয়ার ন্যুড ছবি ইতিমধ্যেই গোটা সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে ভাইরাল। তবে এসব নিয়ে একটুও ভাবতে নারাজ আলিয়া। তাঁর নজর এখন শাহরুখ পুত্রের সঙ্গে বলিউড ডেবিউ। তবে মা পূজা বেদী অবশ্য জানাচ্ছেন, “আরিয়ান তো আমেরিকা যাচ্ছে পড়াশুনা করতে। ওকে একটু আনন্দ মজা করতে দাও”। সূত্র: কলকাতা নিউজ ২৪



মন্তব্য চালু নেই