লঙ্কান ক্রিকেটারদের বাসে হামলাকারীরা বন্দুকযুদ্ধে নিহত
পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিমবাসে হামলা চালানো তিন ইসলামী জঙ্গি বন্দুকযুদ্ধে মারা গেছে বলে জানিয়েছে পাকিস্তানের পুলিশ।
দেশটির পুলিশের দাবি, লাহোর হামলার সঙ্গে যুক্ত তিন জঙ্গির সঙ্গে সন্দেহভাজন আরেকজনকে নিয়ে অন্য কারাগারে যাচ্ছিলেন তারা। এসময় ৭/৮জন বন্দুকধারী পুলিশের গাড়িতে হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে হেফাজতে থাকা জঙ্গিরা মারা যায়।
২০০৯ সালের মার্চে হোটেল থেকে মাঠে যাওয়ার সময় সাঙ্গাকারাদের বাসে হামলা চালায় ১০ অস্ত্রধারী। পরে জানা যায়, তাদের কাছে রাইফেল, গ্রেনেড এবং রকেট ছিল। ভয়াবহ ওই হামলায় কোনো খেলোয়াড় নিহত না হলেও গুরুতর আহত হন ৬ জন। মারা যান একজন ব্রিটিশ কোচসহ ৮ পাকিস্তানি।
ওই ঘটনার পর থেকে জিম্বাবুয়ে বাদে কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে যায়নি।
মন্তব্য চালু নেই