সুন্দরী তরুণীদের নিয়ে বোল্টের পার্টি এখনও চলছে

অলিম্পিকে ‘ট্রিপল ট্রেবল’-এর উৎসব এখনও শেষ হয়নি বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের। লন্ডনে সুন্দরী তরুণীদের নিয়ে তার উদ্দাম পার্টি অব্যাহত রয়েছে।

শনিবার একটি ব্রিটিশ পত্রিকা জানিয়েছে, শুক্রবার লন্ডনের একটি পাঁচতারা হোটেলের নাইটক্লাবে পাঁচ সুন্দরীকে নিয়ে পার্টি করেন উসাইন বোল্ট।

পত্রিকাটির দাবি, ওই পার্টির জন্য ১২ বোতল শ্যাম্পেনের অর্ডার দেওয়া হয়েছিল। যার মূল্য ৯০০০ পাউন্ড। খাবারের বিল ছিল ৫০০০ পাউন্ডের। সেই পার্টি চলে ভোর পাঁচটা পর্যন্ত।

তবে সেখানেই থেমে থাকেননি বিশ্বের দ্রুততম মানব। হোটেলে ফেরার সময়েও তার সঙ্গে দেখা যায় তিনজন সুন্দরী নারীকে।



মন্তব্য চালু নেই