সৌরভের সঙ্গে অবাক মিল করিনার! এমন মিল খুব খারাপ…

কলকাতা-মুম্বই, বলিউড-ক্রিকেট। দুই তারকা দুই ক্ষেত্রের। তবু এক জায়গায় অবাক মিল।

করিনার নখ খাওয়া বলিউডে বিখ্যাত।

খেলার মাঠে দাঁতে নখ কাটার জন্যও বিখ্যাত প্রাক্তন ভারত অধিনায়ক।

নেল পলিশও খেয়ে ফেলেন করিনা। টেনশনে না এমনি এমনি!

খেলার মাঠে টেনশন তো থাকতোই। মজায় নাকি টেনশনে? উদ্বিগ্ন সৌরভ?

করিনার মাথায় তখন অনেক চিন্তা!

সৌরভকে খেলার মাঠেও এমন চেহারায় অনেকবার দেখা গিয়েছে।

দু’জনের একই বদ অভ্যাস। সত্যিই খারাপ।

































মন্তব্য চালু নেই