মাগুরা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা গতকাল শনিবার দুপুরে মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি।
অধ্যক্ষ সুর্যকান্ত বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমল হক, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্তু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল।
বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
মন্তব্য চালু নেই